এক সপ্তাহের মধ্যে চাঁদনি চকে ফের আগুন। রবিবার চাঁদনির মার্কেট এলাকায় আগুন লাগে। ঘটনাস্থলে দমকলের ৬টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণের কাজ চালাচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু।
দমকলসূত্রে জানা গিয়েছে, চাঁদনি চক মার্কেটের একটি বহুতলে আগুন লাগে। কী কারণে এই আগুন লেগেছে, তা জানা যায়নি। ওই ভবনে বৈদ্যুতিন সরঞ্জামের গুদাম ছিল। তা থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা বলে অনুমান। এখনও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
গত সপ্তাহে শুক্রবার এলআইসি বিল্ডিংয়ে আগুন লাগে। এসি থেকেই ওই আগুন ছড়িয়ে পড়ে। দমকলের চার ইঞ্জিন প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে।