দমদমের একটি মণ্ডপে আগুন লাগল মঙ্গলবার সকালে। তার জেরে পুড়ে গেছে প্যান্ডেলের অধিকাংশ অংশ। বিষয়টি নজরে আসতেই দমকলে খবর দেন ক্লাবের সদস্যরা। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
Read More- তৃতীয়ায় কেমন থাকবে আকাশের মুখ? জেনে নিন এক নজরে
তৃতীয়ার ভোরে দুর্ঘটনাটি ঘটে দমদমের নেতাজি সংঘের পুজোয়। উদ্যোক্তরা জানিয়েছেন, মণ্ডপের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা ছিল। তারপরেও আগুন লাগার কারণ নিয়ে ধন্দে তাঁরা। আগুন লাগার ফলে মণ্ডপের সামনের দিকে কাপড়, বাঁশ সম্পূর্ণ পুড়ে গিয়েছে।
আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমদম থানার পুলিশ। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে তারা। তৃতীয়ার ভোরে আগুন লাগার ঘটনায় শুধু উদ্যোক্তা নয় এলাকার বাসিন্দারাও চিন্তিত। কী করে ফের মণ্ডপ তৈরি করা হবে তা নিয়ে চিন্তিত তাঁরা।