কলকাতা বিমানবন্দরে আগুন । এদিন রাতে হঠাৎই বিমানবন্দরের ডিপার্চার টিকিট কাউন্টার সংলগ্ন ডি পোর্টালের কাছে আগুন লাগে । সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ভরে যায় এলাকা । ঘটনাস্থলে দু'টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে । আগুনের জেরে উড়ান পরিষেবা কিছু সময়ের জন্য ব্যহত হয় ।
জানা গিয়েছে, বুধবার রাত ৯টা ২০ মিনিট ৩-এ গেটের কাছে হঠাৎ ধোঁয়া বেরোতে দেখেন প্রত্যক্ষদর্শীরা । তারপরই আগুনের লেলিহান শিখা । আতঙ্কে বিমানবন্দরের মধ্যে ছোটাছুটি শুরু করেন যাত্রীরা । যাত্রীদের ধীরে ধীরে বিমানবন্দর থেকে বের করে দেওয়া হয় । বিমানবন্দরের নিজস্ব যে অগ্নিনির্বাপক ব্যবস্থা আছে, সেটা দিয়েই প্রথমে আগুন নেভানোর কাজ শুরু হয় । পরে দমকল আগুন নিয়ন্ত্রণে আনে ।
কী কারণে লাগল আগুন ? প্রাথমিক অনুমান, শট সার্কিটের জেরেই আগুন লেগেছে । তবে নির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি কর্তৃপক্ষের তরফে ।