চাঁদনিতে একটি তিনতলা বিল্ডিংয়ে আগুন । শুক্রবার সন্ধে নাগাদ ভয়াবহ আগুন লাগে ম্যাডান স্ট্রিটের ‘ইস্ট ইন্ডিয়া ইনস্যুরেন্স ভবন’-এ । ঘটনাস্থলে পৌঁছেছে ৪টি ইঞ্জিন । দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়েছে বসে খবর । এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর নেই ।
জানা গিয়েছে, ৮ ম্যাডান স্ট্রিটে রয়েছে ‘ইস্ট ইন্ডিয়া ইনস্যুরেন্স ভবন’ । বৈদ্যুতিক জিনিসপত্রে ভর্তি বাড়িটি । এদিন, সন্ধে নাগাদ ওই বিল্ডিংয়েরই তিনতলা থেকে আগুনের ফুলকি বেরোতে দেখা যায় । মুহূর্তে কালো ধোঁয়ায় ভরে যায় এলাকা । দমকলে খবর দেন স্থানীয়রা । ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন এসে আগুন নেভাতে পারেন কর্মীরা ।
আরও পড়ুন, Anantnag encounter: অনন্তনাগে জঙ্গিদের গুলিতে শহিদ আরও এক জওয়ান, বৃহস্পতিবার থেকে নিখোঁজ ছিলেন
দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, এসি থেকেই আগুন লাগতে পারে ওই বিল্ডিংয়ে । বৈদ্যুতিক জিনিসপত্র থাকায় দ্রুত ছড়িয়েও যায় আগুন ।