পার্ক স্ট্রিট, অ্যাক্রোপলিসের পর এবার বড়বাজার । ফের আগুন কলকাতায় । জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে বড়বাজারের মেহতা বিল্ডিংয়ে আগুন লাগে । ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের ১০টি ইঞ্জিন । গত ১৪ দিনে এই নিয়ে চার বার আগুন লাগল কলকাতায়।
জানা গিয়েছে, মঙ্গলবার বিকেলে ব্যস্ত সময়ে আগুন লাগে ওই বিল্ডিংয়ে । মুহূর্তের মধ্যে কালো ধোঁয়ায় ঢাকে এলাকা । ঘিঞ্জি এলাকা হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে । প্রথমে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৪টি ইঞ্জিন, পরে আগুনের তীব্রতা বাড়ায় আরও ৬ দমকল বাহিনী ঘটনাস্থলে আসে । দ্রুত আগুন নিয়ন্ত্রণের চেষ্টায় দমকল বাহিনী । যদিও, কীভাবে আগুন লাগল, এখনও তা জানা যায়নি । ওই বিল্ডিংয়ে রয়েছে ওষুধের পাইকারি দোকান। বিল্ডিংয়ের ভিতরে কেউ আটকে রয়েছেন কি না জানা যায়নি ।