বড়দিনের(Christmas) আগে কলকাতায়(Kolkata) উদ্ধার বিস্ফোরক(Explosive)। রাজারহাটে(Rajarhat) অস্ত্রসহ গ্রেফতার করা হয়েছে দুজনকে। এসটিএফের(STF) তরফে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ১৩ কেজি বিস্ফোরক, নাইন এমএম পিস্তল সহ সাপুরজি(Sapoorji) বাসস্ট্যান্ড থেকে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়।
গোপন সূত্রে খবর পেয়ে সাপুরজি(Sapoorji) আবাসনের কাছে বাসস্ট্যান্ডে হানা দেন কলকাতা পুলিশের(KP) স্পেশাল টাস্ক ফোর্সের আধিকারিকরা। সেখানেই বিস্ফোরকসহ(Explosive) হাতেনাতে দু'জনকে ধরে ফেলা হয়। তবে কী উদ্দেশ্যে, কোথা থেকে ওই বিস্ফোরক(Explosive), অস্ত্রশস্ত্র আনা হচ্ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন- Sayantan Basu: রাজ্য কমিটি থেকে বাদ পড়ার দিনেই সায়ন্তন বসুর বাড়িতে চা-চক্রে হাজির তৃণমূল নেতারা
উল্লেখ্য, বড়দিনকে(Christmas) কেন্দ্র করে ইতিমধ্যেই আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে কলকাতা পুলিশের(KP) তরফে। পার্কস্ট্রিট(Park Street) চত্বরে থাকবেন ৩ হাজার পুলিশকর্মী, থাকবে কুইক রেসপন্স টিম, ১১টি ওয়াচ টাওয়ার, ১৫টি পুলিশি সহায়তা কেন্দ্র। এর পাশাপাশি শহরের বিভিন্ন জায়গায় টহল দেবে কলকাতা পুলিশের(KP) উইনার্স টিম।