কলকাতা শহরে ডেঙ্গি ঠেকাতে এবার শহরে ফিভার ক্যাম্পের চালু করতে চলেছে কলকাতা পুরসভা। একথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হাকিম। ডেঙ্গি প্রতিরোধে ইতিমধ্যে স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে জরুরি বৈঠক করছেন তিনি। তিনি জানিয়েছেন, হঠাৎ করেই শহরে প্রচুর মানুষ জ্বরে আক্রান্ত হচ্ছেন। তার জন্য পুরসভার সব ক্লিনিকে করোনা, ম্যালেরিয়া এবং ডেঙ্গি পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এলাকা ভিত্তিক তৈরি করা হবে ফিভার ক্যাম্প।
কয়েকদিন আগেই দক্ষিণ কলকাতার কালীঘাটের মহিম হালদার স্ট্রিটে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে। অভিযোগ, ওই এলাকায় একাধিক বাড়ি দিনের পর দিন তালাবন্ধ হয়ে পড়ে থাকায় সেখানে ময়লা জমে মশা জন্মাচ্ছে। বাড়ির তালা ভেঙে পুরসভা যাতে পরিষ্কার করতে পারে, তার জন্য নতুন আইন প্রণয়ন করার পরিকল্পনার কথাও এ দিন মেয়র জানান।
তিনি জানান, পুরসভার তরফে বাড়ি বাড়ি প্রচার বাড়ানো হবে। স্বাস্থ্যকর্মীরা গিয়ে খোঁজ নেবেন, কেউ জ্বরে আক্রান্ত হওয়ার পরে রক্তপরীক্ষা করিয়েছেন কি না। দরকারে দ্রুত পরীক্ষা করার আবেদন জানাবেন। প্রতি সপ্তাহে ওয়ার্ড ধরে ধরে পুরসভার সিভিল, স্বাস্থ্য ও জঞ্জাল অপসারণ বিভাগের কর্মীরা অভিযানে নামবেন।