বিজেপি যুব মোর্চা নেতা অর্জুন চৌরাসিয়ার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে ক্রমে পারদ চড়ছে। তাঁর পরিবারের তরফ থেকে সিবিআই তদন্তের দাবি তুলে বলা হল, এটা আত্মহত্যা নয়, খুন। শুক্রবার সকালে কাশীপুরে রেল কোয়ার্টারের একটি পরিত্যক্ত ঘর থেকে অর্জুনের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। তাঁর পরিবারের পক্ষ থেকে ইতিমধ্যেই খুনের অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবারের অভিযোগ, বিধানসভা নির্বাচনের পর থেকেই হুমকি দেওয়া হত বিজেপি যুব মোর্চার এই নেতাকে। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার বেতন পেয়ে ঘরে ফেরেন অর্জুন চৌরাসিয়া। পরে বাইরে বের হন। কিন্তু মাঝরাত পর্যন্ত ফেরেননি। বারবার ফোন করেও তাঁকে পাওয়া যায়নি। শুক্রবার তাঁর দেহ উদ্ধার হয়।
২৬ বছরের অর্জুন শুক্রবার শহরে অমিত শাহকে স্বাগত জানাতে বাইক র্যালির আয়োজন নিয়ে ব্যস্ত ছিলেন। সকালে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করতে গিয়ে মৃতের বন্ধু ও পরিজনদের বিক্ষোভের মুখে পড়ে চিৎপুর থানার পুলিশ। ঘণ্টার পর ঘণ্টা পরিত্যক্ত ঘরেই পড়ে ছিল দেহ। বিক্ষোভকারীদের দাবি, শাহ না আসা পর্যন্ত দেহ ছুঁতে দেওয়া হবে না পুলিশকে।
তাঁর সফরসূচি বদলে বিমানবন্দর থেকে সোজা অর্জুনের কাশীপুরের বাড়ি যাবেন অমিত শাহ। বাতিল করা হচ্ছে তাঁর অভ্যর্থনা সূচিও। সব মিলিয়ে কাশীপুরের যুবকের মৃত্যু ঘিরে সরগরম হয়ে উঠছে রাজ্য রাজনীতি।