বিধাননগরের বাসিন্দা সত্যজিৎ কর্মকারের সঙ্গে ইলা জেমস নামের এক মহিলার আলাপ ফেসবুকে। দীর্ঘদিন কথা চলতে চলতে বন্ধুত্ব এগোয়। এরপর একদিন উপহার পাঠানোর নাম করে আড়াই লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়, এমনটাই অভিযোগ সত্যজিৎ বাবুর। ঘটনার পর ওই ব্যক্তি অভিযোগ জানিয়েছিলেন বিধাননগর থানায়৷ অবশেষে পর্দা ফাঁস হল প্রতারকদের। ঘটনায় জড়িত সন্দেহে ফ্রান্সিস চুকুডি এবং অ্যান্ড্রু চিননসো নামে দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়, দু'জনেই নাইজেরিয়ার বাসিন্দা। প্রতারকদের ধরার পর ইতিমধ্যেই সত্যজিৎ কর্মকার নামে ওই অভিযোগকারী ব্যক্তির আড়াই লাখ টাকা ফিরিয়ে দেওয়া হয়েছে।
Child Death At kolkata: অ্যাডিনোয় রক্ষে নেই নিউমোনিয়া দোসর, শহরে আরও পাঁচ শিশুর মৃত্যু
অভিযোগকারী জানিয়েছিলেন, ফেসবুকে ইলা জেমস নামে এক মহিলার সঙ্গে কথা হত তাঁর। উপহার পাঠানোর নাম করে তাঁর সঙ্গে প্রতারণা করা হয়। দীর্ঘ তদন্ত চলার পর ওই দুই নাইজেরীয় যুবককে দিল্লির উত্তম নগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। দোষীদের তিন বছরের কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়।