Editorji Exclusive: 'শো মাস্ট গো অন', কেকে-র কনসার্টে কী অভাব ছিল, এডিটরজি বাংলাকে জানালেন শিল্পী শুভঙ্কর

Updated : Jun 01, 2022 18:22
|
Editorji News Desk

'পল, ইয়াদ আয়েঙ্গে ইয়ে পল।' জীবন চরম অনিশ্চিত। তা প্রমাণ করে দিল কিংবদন্তি সঙ্গীত শিল্পী কেকে-র মৃত্যু (KK Died in Kolkata)। কিন্তু জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বেঁচে ছিল অন্দরের শিল্পীসত্ত্বা। মে মাসের প্রবল গরমে দমবন্ধ অডিটোরিয়ামে অনুষ্ঠান! কতটা কঠিন অন্য শিল্পীদের কাছেও! ৩১ মে নজরুল মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতার পেশাদার গায়ক শুভঙ্কর পণ্ডা (Subhankar Panda)। রাজ্য ও রাজ্যের বাইরে অনেক অনুষ্ঠান করেছেন। মঞ্চ শেয়ার করেছে কেকে-র সঙ্গেও। নজরুল মঞ্চে কেকে-র অনুষ্ঠানে ঠিক কী হয়েছিল, তা এডিটরজি বাংলাকে (Editorji Bangla Exclusive) জানালেন তিনি।

শুভঙ্কর জানান, "কেকের মতো শিল্পী সবার কাছে অনুপ্রেরণা। আমারও সেই জায়গা থেকে অনুপ্রেরণা। লিভিং লেজেন্ড। সব সময় থাকবেও। সেই পরিস্থিতি থেকে ৩০-৩১ মে কলকাতায় কেকে-র অনুষ্ঠান ছিল। প্রথমটা ছিল বিবেকানন্দ কলেজ, ঠাকুরপুকুর ও বিবেকানন্দ কলেজ। ভেন্যু একই ছিল, গোলপার্ক নজরুল মঞ্চ। আমি ৩১ তারিখ যাই। আগের নজরুল মঞ্চ খোলা অডিটোরিয়াম ছিল। এখন নজরুল মঞ্চ ওভারক্রাউডেড। থিয়োরিটিক্যাল জায়গা থেকে বলা যায়, আসন সংখ্যা ছিল ২৪০০ বা ২৫০০ মতো। কিন্তু সেখানে লোক ঢুকে গিয়েছে, ৭-৮ হাজারের মতো। টিকিট সিস্টেম হয়েছে। অনেকে ঢুকতেও পারেনি।"

অনুষ্ঠানের বিশৃঙ্খলা নিয়ে তিনি বলেন, "শুনছিলাম ভালই লাগছিল। পরবর্তীকালে খতিয়ে দেখা যায় যে এসিটা বন্ধ করে দেওয়া হয়। এত মানুষ। ক্রাউডেড। মানুষের শ্বাসকষ্ট হয়। যে ভিডিওটি দেখা যাচ্ছে, তাতে দেখা যাচ্ছে এসি ঠিকঠাক কাজ করছে না। পাখাগুলো চলছে না। কিন্তু শো মাস্ট গো অন, সেই অ্যাটিটিউডে কেকে অনুষ্ঠান করেছেন। মানুষও আনন্দ অনেক করেছে। যারা অডিয়েন্স, তাদের কাছেও খাবার জল ছিল না। একটা বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়।"

আরও পড়ুন: 'বহুত গরমি হ্যাঁয়', বলছিলেন কেকে, কী ঘটেছিল? শুনুন প্রত্যক্ষদর্শীর এক্সক্লুসিভ বয়ান

শুভঙ্কর এডিরজি বাংলাকে বলেন, "প্রথমত এখানে একটা কথা বলা ভাল, কেকে-র মতো শিল্পী, যে জাতীয় ও আন্তর্জাতিক স্তরের শিল্পী, তাদের জন্য আলাদা উন্মাদনা থাকে। ভিড়, টিকিট সিস্টেম, আলাদা পুলিশ। সবই ছিল। আমি নিজের চোখে দেখেছি। অন্য একটা জায়গায় ছিল না। একটা মানুষকে উদ্দেশ্য করা ঠিক হবে না। প্রত্যেকেই আমার স্টেজে গেলে, সাউন্ড, মাইকটাও প্রয়োজন। খাবার জলও প্রয়োজন। ঘাম মোছার জন্য তোয়ালেও প্রয়োজন। যদি একটা জায়গা বাদ পড়ে যায়, তাহলেই সমস্যা হয়। সবই সবার সঙ্গে পরিপূরক। উন্মাদনা ছিল। ক্যাপাসিটি যখন ২৪০০, তখন ৮০০০ অডিয়েন্স ঢোকানো বোকামো হয়ে গেল।"

Singer Subhankar PondaKK passes awaySubhankar PandaKKKK dies in Kolkata

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট