সকাল সকাল নন্দনের গেটের সামনে লম্বা লাইন। নন্দন ছাড়িয়ে গগনেন্দ্র শিল্পপ্রদর্শনশালার সামনে দিয়ে ঘুরে গিয়েছে লাইনটি। কিন্তু কীসের লাইন? খোঁজ নিতেই বোঝা গেল চঞ্চল চৌধুরী অভিনীত ওপার বাংলার ব্লকবাস্টার 'হাওয়া' দেখার জন্য উদ্গ্রীব কলকাতার দর্শক। আর তার পেতে পাস লম্বা লাইন নন্দন এলাকায়।
'তুমি বন্ধু কালা পাখি' আগেই সাড়া ফেলেছে দুই বাংলার মানুষের মনে। কিন্তু দীর্ঘ দিনের আফসোস ছিল বাংলাদেশি ব্লকবাস্টার 'হাওয়া' কেন রিলিজ করেনি ভারতে। এবার কলকাতাবাসীর সেই আফসোস মিটিয়ে দিল চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। কারণ এই উৎসবেই দেখানো হচ্ছে মেজবাউর রহমান সুমনের পরিচালিত ছবি 'হাওয়া'।
এই সুযোগ কোনও মতেই হাতছাড়া করতে চাইছে না শহরবাসী। সেই কারণেই চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের প্রথম দিন, শনিবার, ২৯ নভেম্বর 'হাওয়া'র দু'টি শো দেখার জন্য সকাল থেকেই নন্দন চত্বরে ছিল উপচে পড়া ভিড়। প্রত্যাশার থেকেও অনেক গুন বেশি ভিড় থাকার কারণে বন্ধ করে দিতে হয় নন্দনের মূল গেট।
উৎসবের প্রথম দিন উপস্থিত ছিলেন বাংলাদেশের মোশারফ করিম, জয়া আহসান ও চঞ্চল চৌধুরী-সহ অনেকেই। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে উপস্থিত ছিলেন মন্ত্রী বাবুল সুপ্রিয়। এছাড়াও এদিন 'হাওয়া' দেখতে লাইন দিয়েছিলেন টলি পাড়ার অনেক অভিনেতাও। উপস্থিত ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।