ফের উত্তপ্ত হতে চলেছে বাংলার রাজনীতি। এমনই ইঙ্গিত তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের টুইটে। তিনি দাবি করেছেন, রাজ্যের এক শীর্ষস্থানীয় ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনে পুলিশকে চিঠি দিয়েছেন এক বিশিষ্ট শিল্পী। তবে অভিযুক্ত সাংবিধানিকভাবে সুরক্ষিত থাকায় তাঁর বিরুদ্ধে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারছে না।
অভিযোগকারী ও অভিযুক্তের বিরুদ্ধে বিস্তারিত কোনও তথ্যই দেননি কুণাল ঘোষ। কিন্তু নিজের করা টুইটে কুণাল উল্লেখ করেছেন, পুরো ঘটনাটি ঘটেছে দিল্লিতে। এবং অভিযোগকারিণীর চেন্নাই, কোচি ও দিল্লিতে যাতায়াত আছে। যিনি অভিযোগ করেছেন তিনি মালয়লম ভাষাতেও পারদর্শী বলে উল্লেখ করেছেন কুণাল। তাঁর দাবি, পুরো বিষয়টি জানিয়ে নবান্নের কাছে চিঠি পাঠিয়েছেন নগরপাল।
একটি টুইটে তিনি লিখেছেন, "রাজ্যের শীর্ষস্থানীয় এক পদাধিকারীর বিরুদ্ধে যিনি ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ এনে চিঠি দিয়েছেন, তিনি একজন কৃতী মহিলা, ওড়িশি নৃত্যের বিশিষ্ট শিল্পী। মালয়লম ভাষাতেও পারদর্শী। অভিযুক্ত ব্যক্তির পদ সাংবিধানিকভাবে সুরক্ষিত। তাই পুলিশি পদক্ষেপে আইনি বাধা।"