সময় যত গড়াচ্ছে ততই যেন বিস্ফোরক হয়ে উঠছেন পার্থ চট্টোপাধ্যায়। রবিবার জোকার হাসপাতালে ঢোকার মুখে বিপুল টাকার উৎস নিয়ে আবারও মুখ খুললেন প্রাক্তন শিল্পমন্ত্রী। কে ষড়যন্ত্র করছে? এ প্রসঙ্গে পার্থর স্পষ্ট জবাব, ‘‘সময় এলেই বুঝতে পারবেন।’’ উল্লেখ্য, পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার টালিগঞ্জ ও বেলঘরিয়ার ফ্ল্যাট থেকে কোটি কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ইডি সূত্রে খবর, ওই টাকা পার্থর বলে জেরায় অর্পিতা দাবি করেছেন। এই ঘটনার প্রেক্ষাপটে পার্থর রবিবারের মন্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, রবিবারই এসএসসি দুর্নীতি কান্ডে নয়া তথ্য পায় ইডি। নিজের প্রভাবকে কাজে লাগিয়ে ছোট বোন সঙ্গীতা ধরকে সরকারি চাকরি করে দেওয়ার অভিযোগ পার্থ-ঘনিষ্ঠ অর্পিতার বিরুদ্ধে। ইতিমধ্যেই ইডি বিষয়টি খতিয়ে দেখতে চায় বলেই খবর।
আরও পড়ুন- Partha-Arpita: এবার ইডির নজরে অর্পিতার বোন সঙ্গীতা, প্রভাবশালী যোগেই বোনকে চাকরি দেওয়ার অভিযোগ
জানা গিয়েছে, সঙ্গীতা স্কুল শিক্ষা দফতরের কর্মী। স্বামী কল্যাণ ধর একসময় ট্যাক্সি চালাতেন। প্রতিবেশীরা তেমনভাবে কথা বলতেন না কল্যাণদের সঙ্গে। অভিযোগ, ‘প্রভাবশালী’ কল্যাণকে কেউ কিছু বলতে ভয় পেতেন।