পাঁচ বছর আগে লোকসভা ভোটে ভরাডুবি হয়েছিল বামেদের। রাজনৈতিক মহলের মতে, ভোট ঘোষণার পর কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে রাজ্যে বিপর্যয় ডেকে এনেছিলেন সূর্যকান্ত মিশ্র, বিমান বসুরা। এবার সেই ভুল আর করতে চান না বঙ্গ সিপিএমের নেতারা। আলিমুদ্দিনের অন্দরের খবর, এবার লোকসভার নির্ঘণ্ট প্রকাশের আগেই আসন সমঝোতার কাজ সেরে ফেলতে চায় তারা।
কংগ্রেসের সঙ্গে কথা বলার আগে সিপিএম নেতারা শরিকদের মন বুঝতে চান। তাই এই মাসের মধ্যেই শরিকদের সঙ্গে কথা বলেই কংগ্রেসর সঙ্গে আসন রফার কথা পারতে চান রাজ্যের সিপিএম নেতারা। যা ইঙ্গিত, এবার জেদের রাস্তা থেকে সরে নরম মনে তাঁরা আসন সমঝোতার পক্ষপাতী। কারণ, রাজ্য কমিটির একটা বড় অংশ চায় না পাঁচ বছর আগের পরিস্থিতি আবার ফিরে আসুক।
এই ব্যাপারে, কংগ্রেস এবং বামফ্রন্টের শরিকদের পাশাপাশি ফ্রন্টের বাইরে থাকা বাম দলগুলিকে নিয়েও নির্বাচনী আলোচনা চাইছে রাজ্য সিপিএম। যদিও সেই আলোচনায় সিপিআইএমএল, এসইউসির মতো দল কতটা থাকবে তা নিয়ে সংশয় রয়েছে।