ফের নিয়োগ দুর্নীতি মামলায় তল্লাশি শুরু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। শুক্রবার ভোরে তল্লাশি অভিযান শুরু করেছে ইডি। কলকাতার মোট ৬টি জায়গায় তল্লাশি শুরু করা হয়েছে। তার মধ্যে রয়েছে নাকতলার এক প্রোমোটার রাজীব দে-র বাড়ি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়ির কাছেই তাঁর বাড়ি। নাকতলার মোট ৩ জায়গায় তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। এছাড়া বাঁশদ্রোনি, বালিগঞ্জেও তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি।
গত সপ্তাহেই পার্থ ঘনিষ্ঠ বাপ্পাদিত্য দাশগুপ্তকে জিজ্ঞাসাবাদ করেন ইডি আধিকারিকরা। তাঁর কাছে বেশ কয়েকজন প্রোমোটারের বিষয়ে জানতে চাওয়া হয়েছিল। ৫ প্রোমোটারের সঙ্গে পার্থ চট্টোপাধ্যায়ের যোগ ছিল বলে সন্দেহ রয়েছে ইডি আধিকারিকদের। সেই সূত্রেই রাজীব দে-র নাম উঠে এসেছে। শুক্রবার রাজীব দে-র অফিস ও বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি উদ্ধারের চেষ্টা করছে ইডি।