ঈদ উপলক্ষে শিয়ালদহ শাখায় চলবে স্পেশাল ট্রেন। শনি ও রবিবার ভিড়ের কথা মাথায় রেখে শিয়ালদহ-লালগোলা শাখায় চলবে অতিরিক্ত ট্রেন। রেল কর্তৃপক্ষ সূত্রে খবর, শিয়ালদহ-কৃষ্ণপুর শাখায় চলবে ঈদ স্পেশাল মেমু ট্রেন। এছাড়াও শিয়ালদহ-লালগোলা-কৃষ্ণনগর প্যাসেঞ্জারে যুক্ত করা হবে অতিরিক্ত সেকেন্ড ক্লাস কোচ।
জানা গিয়েছে, শুক্রবার রাত ৯টা ৩৮ নাগাদ ছাড়বে শিয়ালদহ-কৃষ্ণপুর মেমু স্পেশাল ট্রেন। ফের শনিবার সকালে ১০টা ১০ নাগাদ কৃষ্ণপুর থেকে শিয়ালদহ রওনা দেবে ওই ট্রেন। দমদম, ব্যারাকপুর, রানাঘাট, কৃষ্ণনগর, ধুবুলিয়ার মতো গুরুত্বপূর্ণ স্টেশনে থামবে ট্রেনটি।
আরও পড়ুন- India Covid Update: ৮ মাসে সর্বোচ্চ সংক্রমণ, ২৪ ঘন্টায় দেশে করোনা আক্রান্ত ৬৫ হাজার ২৮৬ জন