সম্পাদকীয়তে সমালোচনা করে রাজ্যপাল সিভি আনন্দ বোস সম্পর্কে নিজেদের অবস্থান সোমবারই স্পষ্ট করেছিল তৃণমূল কংগ্রেস। সেই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যেই রাজভবনে রাজ্যপালের সঙ্গেই বৈঠকে বসলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সঙ্গে শিক্ষাসচিব-সহ রাজ্যের সরকারি বিশ্ববিদ্যালয়ের উপচার্যরাও। এই বৈঠক সম্পর্কে বিকাশ ভবনের দাবি, রাজ্যের শিক্ষানীতি সম্পর্কে আলোচনায় এই বৈঠক অনেক আগে থেকেই ঠিক ছিল।
কোচহবিহারের দিনহাটায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশিথ প্রামাণিকরে উপর হামলার ঘটনায়, রবিবার কড়া বিবৃতি দিয়েছিলেন রাজ্যপাল। সেই ঘটনাকেই সম্পাদকীয়তে উল্লেখ করে ধনখড় জমানা ফেরার অভিযোগ করা হয়েছিল তৃণমূলের তরফে। একাধিক প্রশ্ন তুলে অভিযোগ করা হয়েছিল, রাজ্যপালও বিজেপির ক্যাডার ছিলেন।
সেই আবহেই এদিন রাজভবনে যান শিক্ষামন্ত্রী। মূলত রাজ্যের সরকারি বিশ্ব বিদ্যালয়গুলিতে নিয়োগ প্রক্রিয়া-সহ একাধিক ইস্যুতে আলোচনা হয় বলেই জানা গিয়েছে।