শিক্ষা বিক্রির জন্য নয়। মঙ্গলবার বেসরকারি স্কুলগুলির ফি-বৃদ্ধি নিয়ে এমনটাই কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, শিক্ষাকে বিক্রি করে একটা শ্রেণি লাভ করবে, এটা হতে পারে না। এই ব্যাপারে রাজ্যকে নজরদারীর নির্দেশ দেওয়া হয়েছে। এদিনের শুনানিতে আদালতের নির্দেশ, বেসরকারি স্কুলগুলির উপর সরকারি নজরদারি কতটা, তা ১৫ দিনের মধ্যে জানতে হবে। মামলার পরে শুনানি ২১ জুন।
সাম্প্রতিক সময় কলকাতার একাধিক স্কুলেই ফি বৃদ্ধি করা হয়েছে। অভিযোগ একতরফা ভাবে এই ফি বৃদ্ধি পেয়েছে। তার ভিত্তিতেই কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করা হয়। এদিনের শুনানিতে বিচারপতি বিশ্বজিৎ বসুর পর্যবেক্ষণ, যে হারে স্কুলগুলি তাদের ফি বৃদ্ধি করেছে, তাতে মনে হচ্ছে শিক্ষাকে বিক্রয়যোগ্য পণ্যে পরিণত করা হয়েছে।
ফি বাড়ানোর ক্ষেত্রে রাজ্যের নির্দেশিকা স্কুলগুলি মেনেছে কীনা, তা-ও আগামী ১৫ দিনের মধ্যে রাজ্যকে জানাতে নির্দেশ দেওয়া হয়েছে।