আরজি কর দুর্নীতির তদন্তে ফের কোমর বেঁধে নামছে ইডি। বৃহস্পতিবার ভোরেই আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলায় তদন্ত করতে সন্দীপ ঘোষের পৈতৃক বাড়িতে হানা দেন তদন্তকারী অফিসাররা। সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ চন্দন লৌহের বাড়িতেও হানা দেয় ইডি। পাশাপাশি কালিন্দী হাউজিং এস্টেটেও তল্লাশি অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার।
আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ ও খুনের ঘটনার পরই দুর্নীতির আঁচ পাওয়া গিয়েছিল। আরজি কর হাসপাতালে দুর্নীতি মামলাতে সন্দীপ ঘোষকে গ্রেফতার করে সিবিআই। তাঁর বাড়িতে একাধিকবার হানা দেয় ইডিও। এবার সন্দীপ-ঘনিষ্ঠদের জালে তোলার পালা।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টা নাগাদ টালা এলাকায় চন্দন লৌহের ফ্ল্য়াটে হানা দেয় ইডি। জানা গিয়েছে, আর্থিক দুর্নীতির তদন্তেই তল্লাশি চলছে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত চন্দন লৌহ। হাসপাতালে তাঁর একটি ফুড স্টলও আছে। সূত্রের খবর, বেআইনি ভাবে এই ফুড স্টলের টেন্ডার পাইয়ে দিয়েছিলেন সন্দীপ। এছাড়াও আরজি কর হাসপাতালের অন্য আর্থিক দুর্নীতিতেও জড়িত থাকার অভিযোগ আছে চন্দন লৌহের বিরুদ্ধে।
এদিকে বৃহস্পতিবার কালিন্দী হাউজিং এস্টেটে ও হানা দিয়েছে ইডি। এখানে অকটেন মেডিকেলের অফিস। ২ বছর আগে এই অফিস শুরু হয়। দেবদত্ত চট্টোপাধ্যায় এই অফিসের মালিক। সার্জিকাল মেশিন সাপ্লাইয়ের কাজ করে এই অকটেন মেডিকেল। এই কম্পানি থেকে বেশ কিছু মেশিন কেনে আরজি কর হাসপাতাল। ইডি সূত্রের খবর, বাজার দরের থেকে বেশি দামে মেশিন কিনেছিল আরজি কর হাসপাতাল কর্তৃপক্ষ।