তিনি কোনও টাকা নেননি। তাপস মণ্ডলকে (Tapas Mondal) ঘুষ না দেওয়ার জন্যেই তাঁর নাম নেওয়া হয়েছে। ইডির গ্রেফতারির এমনই পাল্টা অভিযোগ করলেন হুগলির তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। শনিবার গ্রেফতারির পর নিউটাউনের আবাসন থেকে বেরনোর সময় তিনি জানান, ঘুষ না দেওয়াতেই তাঁর এই হাল হল।
ইডি সূত্রে খবর, স্বাস্থ্যপরীক্ষার জন্য নিউটাউন থেকে জোকা হাসপাতালে নিয়ে যাওয়া হবে কুন্তল ঘোষকে। সেখান থেকে সিজিও কমপ্লেক্সে নিয়ে যাবেন ইডি আধিকারিকরা। জানা গিয়েছে, শনিবারই তাঁকে আদালতে পেশ করা হতে পারে। তাঁর বিরুদ্ধে মোট ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা নেওয়ার অভিযোগ উঠেছে।
আরও পড়ুন: কুন্তল ঘোষের থেকে ঘুষ চাননি, টাকা ফেরত চেয়েছিলেন, অভিযোগ ওড়ালেন তাপস মণ্ডল
নিয়োগ কেলেঙ্কারি মামলায় গ্রেফতার তৃণমূলের হুগলির যুবনেতা কুন্তল ঘোষ। কেন্দ্রীয় সংস্থা ইডি নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শুক্রবার থেকে তাঁর চিনার পার্কের ফ্ল্যাটে তল্লাশি চালাতে যায়। প্রায় ২৩ ঘণ্টা তাঁর তল্লাশির পর গ্রেফতার করা হ তাঁকে। ইডির দাবি, তদন্তে অসহযোগিতার জন্যেই গ্রেফতার করা হয়েছে তৃণমূলের রাজ্য সম্পাদক কুন্তল ঘোষকে।
আরও পড়ুন: ম্যারাথন তল্লাশির পর কুন্তল ঘোষকে গ্রেফতার ইডির, তদন্তে অসহযোগিতার অভিযোগ
তাঁর বিরুদ্ধে অভিযোগ, বেশ কয়েকজন এজেন্টের মাধ্যমে চাকরিপ্রার্থীদের থেকে টাকা নিতেন তিনি। তাপস মণ্ডলকে জেরা করে ইডি জানতে পেরেছে, কুন্তল ঘোষের সঙ্গী ছিলেন তাপস মিশ্র নামে এক ব্যক্তি। তিনিই চাকরি প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিতেন। নাম উঠে এসেছে বলাগড়ের তৃণমূল নেতা তথা জেলা পরিষদ সদস্য শান্তনু বন্দ্যোপাধ্যায়েরও।
ইডি জানতে পেরেছে, একটি কালো ডায়েরিতে টাকার হিসেব লেখা থাকত। টাকা নেওয়ার পর চাকরিপ্রার্থীদের রশিদও দিতেন তাঁরা।