Rujira Banerjee : কয়লা পাচার মামলায় ইউির তলব রুজিরাকে, বৃহস্পতিবার হাজিরার নির্দেশ

Updated : Jun 05, 2023 14:23
|
Editorji News Desk

কয়লা পাচার দুর্নীতি তদন্তে এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে তলব করল কেন্দ্রীয় সংস্থা ইডি। বৃহস্পতিবারই রুজিরাকে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে। সোমবার কলকাতা থেকে দুবাই যাওয়ার সময় কলকাতা বিমানবন্দরে রুজিরা ও তাঁর দুই সন্তানকে আটকে দেওয়ার অভিযোগ উঠেছিল। অভিযোগ উঠেছিল বিমানবন্দরের ইমিগ্রেশন দফতরের বিরুদ্ধে। তারপরেই ইডির নির্দেশ। এরআগেই কয়লা পাচার কাণ্ডে কেন্দ্রীয় এজেন্সির জেরার মুখোমুখি হয়েছিলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে দিল্লিতে জেরা করা হয়েছিল। 

নবজোয়ার যাত্রার জেরে প্রায় দু মাস বাংলার বিভিন্ন জায়গায় জনসংযোগের কাজ করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই দুই সন্তানকে নিয়ে সোমবার দুবাই যাচ্ছিলেন অভিষেক পত্নী। কিন্তু কলকাতা বিমানবন্দরের ইমিগ্রেশন দফতরে তাঁকে দুবাই যেতে বাধা দেওয়া হয় বলেই অভিযোগ। এই ঘটনায় ক্ষোভও প্রকাশ করেন অভিষেক। কারণ, বিদেশ যাওয়ার ব্যাপারে সুপ্রিম কোর্টের রক্ষাকবচ থাকার পরেও কেন রুজিরাকে আটকানো হল, তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক। 

ইডি সূত্রে জানানো হয়েছে, বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ সল্টলেকে সিজিও কমপ্লেক্সে হাজিরার জন্য রুজিরাকে নির্দেশ দেওয়া হয়েছে। ইমিগ্রেশন দফতর জানিয়েছে, ইডির এক মামলায় রুজিরার বিরুদ্ধে লুকআউট নোটিস রয়েছে। তাই তাঁর বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ বহাল রয়েছে বলেই দাবি। এদিন সকাল সাতটা নাগাদ দুবাই যাওয়ার সময়ই রুজিরাকে আটকে দেওয়া হয় বলেই অভিযোগ। 

Rujira Banerjee

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট