অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ফের সমন ইডির (ED Summons)। পূর্ব নির্ধারিত কর্মসূচির দিনই সমন পাঠানো হয়েছে। ৩ অক্টোবর, দিল্লি যাত্রার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেকেরও দিল্লি যাওয়ার কথা। সেই দিনই তাঁকে সিজিও কমপ্লেক্সে তলব করেছে ইডি।
এর আগে দিল্লিতে বিরোধী জোট ইন্ডিয়ার কো-অর্ডিনেশন কমিটির বৈঠকের দিনই অভিষেককে তলব করেছিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। এদিনও কর্মসূচির আগে তলব করে ইডি। টুইটারে অভিষেক লেখেন, "দিল্লিতে বাংলার বঞ্চনা নিয়ে কর্মসূচির দিন আগে থেকেই ঠিক করা ছিল। এবার সেই দিনই আমাকে তলব ফের তলব করেছে ইডি। ওরা ভয় পেয়েছে, বোঝা যাচ্ছে।"
আরও পড়ুন: ডেঙ্গি প্রাণ কাড়ল আরও এক জনের, সল্টলেকে মৃত্যু বৃদ্ধার
শুধু অভিষেক নয়, অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে ইডি-র দফতরে। ৩ অক্টোবর অমিত বন্দ্যোপাধ্যায়কে একবার তলব করা হয়েছে। ৬ অক্টোবর লতা বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে ইডি। ৭ অক্টোবর ফের অমিত বন্দ্যোপাধ্যায়কে সিজিও কমপ্লেক্সে তলব করা হয়েছে।