পুজো মিটতেই ফের সক্রিয় ইডি। নিয়োগ দুর্নীতি মামলায় ফের তলব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ তাঁকে হাজিরা দিতে হবে। তবে দলীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন অভিষেক।
এর আগে কয়লা কেলেঙ্কারি ও পরে নিয়োগ দুর্নীতি মামলায় তলব করা হয় অভিষেককে। তাঁর পরিবারকেও ডেকে পাঠায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তৃণমূলের দাবি রাজনৈতির উদ্দেশ্য নিয়েই অভিষেককে বারবার হেনস্থা করা হচ্ছে। সূত্রের খবর, মঙ্গলবার রাতেই অভিষেককে নোটিস পাঠিয়েছে ইডি।
নিয়োগ দুর্নীতি মামলায় সুজয়কৃষ্ণ ভদ্রকে গ্রেফতারের পরই অভিষেকের নাম প্রকাশ্যে আসে। তাঁর সংস্থা লিপস অ্য়ান্ড বাউন্ডসের কর্মী ছিলেন সুজয়কৃষ্ণ।