আর্থিক তছরুপ মামলায় তৃণমূল সাংসদ দেবকে তলব এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। আগামী ২১ ফেব্রুয়ারি তাঁকে দিল্লি তলব কর হয়েছে।
জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দেবকে ইমেল পাঠিয়ে তলব করে ইডি। দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, তৃণমূল সাংসদ জানিয়েছেন, তাঁকে যতবার ডাকা হবে, ততবারই তিনি যাবেন। সব রকমভাবে সাহায্য করবেন তদন্তকারী সংস্থাকে।
সামনেই লোকসভা নির্বাচন। তার আগেই তলব তৃণমূল সাংসদকে। ২১ ফেব্রুয়ারি দিল্লিতে ইডির দফতরে বেলা ১১টার মধ্যে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল সাংসদকে। জানা গিয়েছে, আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে দায়ের হওয়া একটি মামলায় তদন্তে সুবিধার জন্য দেবকে ডেকে পাঠিয়েছেন ইডির আধিকারিকরা।
এর আগে গরুপাচার কান্ডে অন্যতম সাক্ষী হিসেবে দেবকে জিজ্ঞাসাবাদ করেন সিবিআই আধিকারিকরা। এনামুল হককে দেব চেনেন কিনা, টাকার লেনদেন হয়েছিল কিনা, তা নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয় তারকা সাংসদকে।