ইডির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কালীঘাটের কাকু-র সংস্থা লিপস অ্যান্ড বাউন্সের। ওই সংস্থা লালবাজারে অভিযোগ জানিয়ে বলেছে, তাঁদের কম্পিউটারে প্রমাণ প্রতিস্থাপিত করেছেন ইডির আধিকারিকরা। লালবাজারের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগও দায়ের করা হয়েছে ওই সংস্থার হয়ে।
সোমবার আলিপুরের একটি সংস্থা-সহ সুজয়কৃষ্ণ ভদ্রের একাধিক ঠিকানায় রাতভর তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডি জানায়, ওই তল্লাশিতে লিপস অ্যান্ড বাউন্সের কম্পিউটারের হার্ড ডিস্কে একাধিক অসঙ্গতি পাওয়া গিয়েছে। শুক্রবার ওই সংস্থার দাবি, তাঁদের কম্পিউটারে ১৬টি এক্সেল ফাইল ডাউনলোড করা হয়েছে। যা ওই সংস্থার সম্পর্কিত নয়। সংস্থা কোনও ভাবেই ওই ফাইলগুলির সঙ্গে যুক্ত নয়।
আরও পড়ুন: যাদবপুরে ছাত্র মৃত্যুর নেপথ্যে ব়্যাগিং, রিপোর্ট জমা বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীন কমিটির
উল্লেখ্য, কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্রের সংস্থা লিপস অ্যান্ড বাউন্ডসের সিইও ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইডির প্রেস বিবৃতিতে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম থাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়।