নিয়োগ দুর্নীতি মামলায় ফের পার্থ চট্টোপাধ্যায়ের জামিনের বিরোধিতা ইডির আইনজীবীদের। ইডির দাবি, নিয়োগ দুর্নীতির অঙ্ক ১৫০ কোটি টাকার বেশি। পার্থ কাণ্ডে আরও দুটি কম্পানির হদিশ মিলেছে বলে খবর। পার্থের জামাইয়ের নামে একটি কম্পানির মালিকানা আছে। অন্য একটি সংস্থার মালিক পার্থের এক আত্মীয়। ভাইফোঁটার দিন শুনানিতে কেঁদে ভাসালেন অর্পিতা মুখোপাধ্যায়। মায়ের সঙ্গে কথা বলতে চাইলেন তিনি।
ইডির পক্ষ থেকে এদিন আদালতে জানানো হয়েছে, "বাবলি চ্যাটার্জি মেমোরিয়াল ট্রাস্টের চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের মেয়ে।" এদিন জেল থেকে পার্থ চট্টোপাধ্যায় বলেন, "মামলার চার্জশিট হয়ে গিয়েছে। নতুন কিছু নেই। তদন্তে সহযোগিতা করতে রাজি।" স্বাস্থ্যের কথা ভেবে তাঁকে যেন জামিন দেয় আদালত।
আরও পড়ুন: ৯ দফা নির্দেশিকায় টেটের গাইডলাইন প্রকাশ, ১১ ডিসেম্বর হবে প্রাথমিকের পরীক্ষা
এদিন জেল থেকে ভার্চুয়ালি জামিনের আবেদন করেন পার্থ চট্টোপাধ্যায়। যদিও পার্থের জামিনের বিরোধিতা করেন ইডির আইনজীবীরা। জেলে গিয়ে পার্থ চট্টোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদের আবেদন করেন তাঁরা।