এসএসসি দুর্নীতি মামলায় বেশ কিছু বৈদ্যুতিন যন্ত্র বাজেয়াপ্ত করে ইডি। সেগুলির ফরেনসিক পরীক্ষার পর মঙ্গলবার রিপোর্ট আসে। এখন তা নিয়েই পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ’ অর্পিতার থেকে আরও তথ্য জানতে চান ইডি আধিকারিকরা। অর্পিতা মু্খোপাধ্যায়কে জেরা করতে মঙ্গলবার আলিপুর মহিলা সংশোধনাগারে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-এর তিন আধিকারিক। দলে ছিলেন এক মহিলা আধিকারিকও।
গত ২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হন অর্পিতা। তাঁকে ইডি হেফাজতে পাঠানো হয়। গত ৫ অগস্ট তাঁকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় ইডির বিশেষ আদালত। তখনই সংশোধনাগারে গিয়ে অর্পিতাকে জেরা করতে পারার জন্য আবেদন করে ইডি। ওই দিনই মঞ্জুর হয় সেই আবেদন। মঙ্গলবার অর্পিতাকে সংশোধনাগারে গিয়ে জেরা করেন তদন্তকারীরা।
গত ২৩ জুলাই ইডির হাতে গ্রেফতার হন অর্পিতা। তাঁকে ইডি হেফাজতে পাঠানো হয়। গত ৫ অগস্ট তাঁকে ১৪ দিনের জন্য বিচারবিভাগীয় হেফাজতে পাঠায় ইডির বিশেষ আদালত। তখনই সংশোধনাগারে গিয়ে অর্পিতাকে জেরা করতে পারার জন্য আবেদন করে ইডি। ওই দিনই মঞ্জুর হয় সেই আবেদন। মঙ্গলবার অর্পিতাকে সংশোধনাগারে গিয়ে জেরা করেন তদন্তকারীরা।