এসএসসি দুর্নীতি কাণ্ডে সোমবার পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট পেশ করবে ইডি। সূত্রের খবর, শুধু 'অপা' নয়, চার্জশিটে থাকছে আরও কিছু নাম। সব মিলিয়ে আরও চাপে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী।
পার্থ-অর্পিতাকে ঘিরে তদন্ত এগোতেই নতুন নতুন তথ্য প্রকাশ্যে আসে। শান্তিনিকেতনে ‘অপা’ বাড়ির পাশাপাশি টাকা, গয়না, জীবনবীমা সংক্রান্ত নথিও হাতে পান তদন্তকারীরা। পার্থ-অর্পিতার নামে একাধিক সম্পত্তির দাবি করে তদন্তকারী সংস্থা।
উল্লেখ্য, গত ২২ জুলাই এসএসসি কাণ্ডে পার্থর নাকতলার বাড়িতে হানা দেয় ইডি। প্রায় ২২ ঘন্টা টানা জিজ্ঞাসাবাদের পর সেদিন গভীর রাতে পার্থকে গ্রেফতার করা হয়। প্রাক্তন মন্ত্রীর থেকেই হদিশ মেলে মডেল-অভিনেত্রী অর্পিতার। এরপর তাঁর টালিগঞ্জের আবাসনে হানা দেয় তদন্তকারী সংস্থা। ওই ফ্ল্যাট থেকে উদ্ধার হয় প্রায় ২২ কোটি টাকা, প্রচুর সোনার গয়না, সোনার বাট, কয়েন। পরে অর্পিতার বেলঘরিয়ার ফ্ল্যাটে মেলে প্রায় ২৮ কোটি টাকা। সবমিলিয়ে প্রায় ৫০ কোটি নগদ টাকা, সোনা-জমির দলিল-জীবনবীমা উদ্ধার ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্যে।