মকর সংক্রান্তির সকালে ফের মাঠে নেমে পড়ল ইডি। রেশন দুর্নীতির তদন্তে এবার গ্রেফতার শঙ্কর আঢ্যর চার্টাড অ্যাকাউন্টের অফিসেও হানা দেওয়া হল। সল্টলেকের সেক্টর ফাইভে অফিস অরবিন্দ সিংয়ের। তাঁর অফিস ছাড়াও কলকাতার আরও ছয় জায়গায় গিয়েছে ইডির দল। এরমধ্যে রয়েছে শঙ্করের একটি অফিসও।
রেশন দুর্নীতির তদন্তে নেমে গত পাঁচই জানুয়ারি গ্রেফতার করা হয়েছিল বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতা শঙ্কর আঢ্যকে। তাঁর বিশাল সাম্রাজ্যের খতিয়ান ইতিমধ্যেই আদালতে পেশ করেছে কেন্দ্রীয় এজেন্সি। যার মধ্যে রয়েছে বিদেশি মুদ্রা লেনদেনের কারবারও।
আদালতকে ইডি জানিয়েছে, এই দুর্নীতিতে মোট ২০ হাজার কোটি টাকা এদিক-ওদিক হয়েছে। যার মধ্যে রেশন দুর্নীতি হয়েছে ১০ হাজার কোটি টাকার। এই ঘটনায় গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের একটি চিঠি থেকেই শঙ্কর নাম পাওয়া গিয়েছে বলেই দাবি ইডি। যদিও এই ঘটনায় এখনও অধরা সন্দেশখালির তৃণমূল নেতা শাহজাহান শেখ।