রেশন বণ্টন দুর্নীতি মামলায় এবার জেলে গিয়ে বাকিবুর রহমানকে জেরা করবেন কেন্দ্রীয় এজেন্সি ইডির কর্তারা। তার থেকে জানতে চাওয়া হবে, কেন সুদ ছাড়াই এই দুর্নীতিতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের মেয়ে এবং স্ত্রীকে নয় কোটি টাকা ঋণ দেওয়া হয়েছিল। আদালতের অনুমতি নিয়েই জেলে যাবেন ইডির কর্তারা। শনিবার আদালতের কাছেও এই তথ্য পেশ করা হয়েছে।
এদিন রেশন বণ্টন দুর্নীতিতে গ্রেফতার বাকিবুরকে আদালতে পেশ করা হয়। তাকে আগামী ২২ নভেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এদিনই আদালতকে রেশন বণ্টন দুর্নীতি তদন্তে এই ঋণের কথা জানায় ইডি। তাদের আইনজীবী আদালতের কাছে আবেদন করেন, এই ব্যাপারে বিস্তারিত জিজ্ঞাসাবাদের জন্য জেলে গিয়ে বাকিবুরের সঙ্গে কথা বলতে চায় তারা।
সাধারণ মিল মালিক এবং ব্যবসায়ী হলেও খাদ্য দফতরে অবাধ যাতায়াত ছিল বাকিবুরের। প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়ের ঘনিষ্ঠ হিসাবেই পরিচিত তিনি। রেশন ‘দুর্নীতি’কাণ্ডে তাঁকে গ্রেফতার করার কিছু দিনের মধ্যে গ্রেফতার হন মন্ত্রীও।