দুটি ফ্ল্যাট থেকে ৫০ কোটি টাকা উদ্ধারের পর, আরও টাকার হদিশ। অর্পিতা মুখোপাধ্যায়ের অ্যাকাউন্টে আরও ৫ কোটি টাকা উদ্ধার করেছে বলে আদালতে দাবি ইডি কর্তাদের। ইডি জানিয়েছে, অর্পিতার অ্যাকাউন্ট থেকে ৫ কোটি টাকার লেনদেন হয়। SSC নিয়োগ দুর্নীতির টাকার অঙ্ক ১০০ কোট ছাড়িয়ে যেতে পারে এদিন আদালতে জানিয়েছে ইডি।
এদিন শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে ভার্চুয়াল শুনানিতে হাজির করা হয় অর্পিতা মুখোপাধ্যায়কে। জামিন চাননি অর্পিতার আইনজীবী। ইডি জানিয়েছে, অর্পিতার একটি অ্যাকাউন্টে ২০১৭ সালের জুন থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত ৩.১০ কোটি টাকা ধাপে ধাপে জমা পড়েছে। অন্য অ্যাকাউন্টে জমা পড়েছে মোট ২ কোটি ২২ লক্ষ টাকা। আদালতে ইডির আইনজীবী জানিয়েছেন, দুটি বাড়ি কেনার হদিশ পাওয়া গিয়েছে। ব্যবসার জন্য বাড়িগুলি কেনা হলেও, তাতে ব্যবসার কিছু হত না।
এর আগে অর্পিতার টালিগঞ্জের আবাসন থেকে কোটি কোটি টাকা নগদ, সোনার গয়না, বৈদেশিক মুদ্রা উদ্ধার হয়েছে। এদিন ফ্ল্যাটের কথা জানতে চাইলে অর্পিতা আদালতে জানান, ফ্ল্যাট তাঁর নামে হলেও টাকা তাঁর নয়। অর্পিতা জানান, ফ্ল্যাটে এত টাকা রাখা ছিল, তা জানতেন না তিনি।