আইনজীবী সঞ্জয় বসুকে রক্ষাকবচ। হাই কোর্টের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ইডি। কেন্দ্রীয় সংস্থার আবেদন গ্রহণ করেছে দেশের শীর্ষ আদালত। আগামী সপ্তাহে মামালার শুনানির সম্ভাবনা আছে।
গত বুধবার সিজিও কমপ্লেক্সে আইনজীবী সঞ্জয় বসুকে তলব করে ইডি। গ্রেফতারির আশঙ্কায় আগেই আদালতের দ্বারস্থ হন তিনি। বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় ও বিচারপতি বিশ্বরূপ ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, আদালতের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না। তাঁকে নোটিস দিতে পারবে না ইডি। তাঁর বাড়িতেও তল্লাশি চালানো যাবে না। এমন কী কোনও কিছু বাজেয়াপ্ত করা নিয়েও নির্দেশ দেয় আদালত।
উল্লেখ্য, সঞ্জয় বসুকে নোটিস পাঠানোর পর ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, সঞ্জয় বসু তাঁর আইনজীবী বলেই হেনস্থা করা হচ্ছে। ভুয়ো সংস্থার মামলায় রাজ্যের আইনজীবী ছিলেন সঞ্জয় বসু। তাঁর আইনজীবী সপ্তাংশু বসু দাবি করেছেন, সেই কারণেই তাঁকে হেনস্থা করছে ইডি।