East-West Metro: দীর্ঘ বিতর্কের পর আজ শিয়ালদহ মেট্রোর স্টেশনের উদ্বোধন

Updated : Jul 17, 2022 22:41
|
Editorji News Desk

আজ সোমবার, ইস্ট-ওয়েস্ট মেট্রোর বহু প্রতীক্ষিত শিয়ালদহ স্টেশনের উদ্বোধন। এই মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। অনুষ্ঠানে থাকতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ মেয়র ফিরহাদ হাকিম, সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়, প্রসূন বন্দ্যোপাধ্যায়, রাজ্যের মন্ত্রী অরূপ রায়, এবং বিধায়ক পরেশ পাল। কারণ রবিবারই যাবতীয় বিতর্কে ইতি টানতে মুখ্যমন্ত্রী সহ বিধায়ক ও সাংসদদের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে। এই তালিকায় রয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়ও। যদিও সোমবারই উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। ফলে শেষবেলায় রেলের এই অনুষ্ঠানে তিনি যোগ দেবেন কি না, সেদিকেই রাজনৈতিক মহলের নজর। এদিন হাওড়া থেকে ভার্চুয়ালি শিয়ালদহ মেট্রোর উদ্বোধন করবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

যদিও শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনের আগেই বাড়ল মেট্রোর সময়সীমা। ১৪ জুলাই থেকে সরকারিভাবে শুরু হবে শিয়ালদহ-সেক্টর ৫ মেট্রো পরিষেবা। সূত্রের খবর, শিয়ালদহ থেকে সেক্টর ৫ পর্যন্ত ভাড়া হতে পারে ১০ টাকা। যাত্রী সংখ্যা বাড়ার সম্ভাবনা নজরে রেখেই ইস্ট-ওয়েস্ট মেট্রোর সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল। এ বার সকাল ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেট্রো চলবে বলে জানিয়েছেন মেট্রো কর্তৃপক্ষ। পাশাপাশি, দুই মেট্রোর মধ্যে সময়ের ব্যবধান কমানো হল। 

এত দিন ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা শুরু হত সকাল ৮টা থেকে। এখন থেকে সকাল ৭টায় মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে। শেষ মেট্রো ছিল সন্ধ্যা সাড়ে ৭টায়। এখন থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু থাকবে বলে জানালেন মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক। 

আরও পড়ুন- Bengal's 1st death in Amarnath Disaster: অমরনাথ বিপর্যয়ে রাজ্যের প্রথম বলি বারুইপুরের বর্ষা মুহুরি

Smriti Iranieast-west metro serviceMetro Railway

Recommended For You

editorji | কলকাতা

Jadavpur University: 'অচল' যাদবপুরে নয়া চাঞ্চল্য, রাজের উগ্র বোমা, নিজের পাড়াতেই 'Wanted' ব্রাত্য

editorji | কলকাতা

Tangra Murder Case : পুলিশের গাড়িতে বাড়ি ফিরলেন প্রসূন, ট্যাংরার ঘটনায় পুলিশের পুনর্নির্মাণ

editorji | কলকাতা

Mamata Banerjee : এপি সেন্টার মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর, ভোটের আগে ভুয়ো ভোটারের জাল, বিজেপির বিরুদ্ধে

editorji | কলকাতা

Abhishek Banerjee : টার্গেট ২১৫, নেতাজি ইন্ডোর থেকে বিধানসভার লক্ষ্য স্থির করে দিলেন অভিষেক

editorji | কলকাতা

Madhyamgram Murder : কী ভাবে আহিরীটোলা চিনলেন ফাল্গুনী-আরতি ? মধ্যমগ্রাম-কাণ্ডে উদ্ধার সেই ইট