ইস্ট-ওয়েস্ট মেট্রোর গ্রিন লাইন অর্থাৎ এসপ্ল্যানেড - হাওড়া রুট চালু হতেই আয় বাড়ল মেট্রোর। জানা গিয়েছে,মাত্র কয়েক সপ্তাহেই হু হু করে বেড়েছে এসপ্ল্যানেড মেট্রোর টিকিট বিক্রির পরিমাণ।
পরিসংখ্যান বলছে, হাওড়া মেট্রো চালু হওয়ার আগে এসপ্ল্য়ানেডে রোজকার টিকিট বিক্রির সংখ্যা ছিল গড়ে ১৫,০০০। গ্রিন লাইন চালু হওয়ার পর টোকেন, স্মার্ট কার্ড সব মিলিয়ে দৈনিক বিক্রি ছুঁয়েছে ৪৩ হাজারে।
আরও পড়ুন - দোল উৎসবে ভিলেন বৃষ্টি, দুই বঙ্গেই হাওয়া বদলের পূর্বাভাস
ইস্ট-ওয়েস্ট মেট্রো সেকশনে এসপ্ল্য়ানেডের কাজ কিছুটা এখনও বাকি রয়েছে। কিন্তু এই স্টেশনটিই হাওড়া মেট্রো লাইনের করিডর। ফলে এই স্টেশনের ভিড় সামাল দিতে বিশেষ ব্যবস্থাও নিচ্ছে কলকাতা মেট্রো।