রবিবার ডিওয়াইএফআই-এর ব্রিগেড। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তা নিয়েই ব্রিগেড শুরু করবেন যুব সংগঠনের রাজ্য নেতৃত্ব। শনিবার সন্ধ্যায় বুদ্ধদেব ভট্টাচার্যের বাসভবন পাম অ্যাভিনিউতে যান DYFI রাজ্য নেতৃত্ব। ছিলেন DYFI রাজ্য সভাপতি ধ্রুবজ্যোতি সাহা, রাজ্য সম্পাদক মীনাক্ষি মুখোপাধ্যায়রা। তাঁদের হাতেই বুদ্ধদেব ভট্টাচার্যের ব্রিগেডের বার্তা তুলে দেওয়া হয়েছে। রবিবার সেই বার্তা সমাবেশেই পাঠ করা হতে পারে।
১৯৬৭ সালে বুদ্ধদেব ভট্টাচার্য ডিওয়াইএফআইয়ের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন। তাই ব্রিগেডের আগে তাঁর বার্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এদিন তাঁর বাড়িতে যান ডিওয়াইএফআইয়ের যুব নেতৃত্ব।
২০১৯ সালে ৩ ফেব্রুয়ারি শেষবার ব্রিগেডে এসেছিলেন বর্ষীয়াণ নেতা। ২০২১ ভোটের সময় একটি অডিয়ো বার্তা প্রচার করে সিপিএম। এবার কী বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী, রবিবার সমাবেশেই তা স্পষ্ট হয়ে যাবে।