ওয়াটগঞ্জ কাণ্ডে দুর্গা সরখেলের খুনের ঘটনায় একের পর এক সামনে আসছে চাঞ্চল্যকর তথ্য। দুর্গা সরখেলের স্বামী ধরনিধর সরখেল কেওড়াতলা মহাশ্মশানে স্ত্রীয়ের শেষকৃত্য সম্পন্ন করেন। পুলিশ সূত্রে খবর, কান্নায় ভেঙে পড়েন ওই ব্যক্তি, এবং অনর্গল বলতে থাকেন, ‘মেরে ভাই নে, মেরে বিবি কো মার দিয়া..।’
Bhupati Nagar: ভূপতিনগরে NIA-এর উপর হামলার অভিযোগ, রিপোর্ট তলব রাজ্যপালের
মৃতার পরিবারের দাবি, দুর্গার স্বামীকে মদ্যপ অবস্থায় তাঁরাই থানায় নিয়ে যান। তদন্তে জানা গিয়েছে, ৩১ মার্চ রাতে ধরনিধর তাঁর শ্বশুর বাড়িতেই ছিলেন। দাদা নীলাঞ্জনের থেকে ৫ হাজার টাকা নিয়ে তিনি শ্বশুর বাড়িতে এসেছিলেন বলে খবর, তারমধ্যে ৫০০ টাকার মদ খেয়েছিলেন তিনি। সেই টাকা নিয়েই দুর্গা শ্বশুরবাড়ি ফিরেছিল বলে জানা গিয়েছে। এরপর দুর্গার ভাসুর তাঁর বাপের বাড়িতে ফোন করে জানিয়েছিলেন, ‘দুর্গা তখনও ফেরেনি’ । দুর্গা খুনে তাঁর স্বামীকে নির্দোষ দাবি করেছে মৃতার পরিবার।
স্বামীর বয়ানে আরও জানা যায়, নীলাঞ্জন তন্ত্র সাধনা করতেন। এর আগেও দুর্গা সরখেলের ক্ষতি করার চেষ্টা করেছিলেন নীলাঞ্জন।