কলকাতার পুজো মণ্ডপগুলিতে দর্শনার্থীদের ভিড় বাড়ছে। সেকারণে কঠোর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলার পরিকল্পনা নেওয়া হয়েছে তিলোত্তমাকে। ইতিমধ্যে কলকাতার একাধিক বড় পুজো মণ্ডপে পুলিশ মোতায়েন করা হয়েছে। চতুর্থী থেকে সেই নজরদারি আরও সুদৃঢ় হবে। ওইদিন কলকাতায় থাকবে চার হাজার পুলিশকর্মী।
অন্যদিকে পঞ্চমী থেকে নবমী পর্যন্ত ৮ হাজার পুলিশ মোতায়েন করা হবে। তার মধ্যে ট্রাফিক নিয়ন্ত্রণ করবেন ৬ হাজার পুলিশ। পুরো নিরাপত্তার দায়িত্বে থাকবেন ১৬ জন ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার, এবং তাঁদের সঙ্গে থাকবেন ৮২ জন অ্য়াসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদার অফিসার। ১৬টি কুইক রেসপন্স টিম এবং ৩০ টি অ্য়াম্বুল্যান্স শহরের বিভিন্ন জায়গায় রাখা থাকবে। এচাড়াও নজরদারির জন্য ৫১টি ওয়াচ টাওয়ার তৈরি করা হচ্ছে।
শ্রীভূমি সহ কলকাতার বেশ কয়েকটি বড় পুজো উদ্বোধন হয়ে গিয়েছে। ফলে সেখানে ইতিমধ্যে উপচে পড়া ভিড়। VIP সহ একাধিক রাস্তায় গাড়ির লম্বা লাইন। বিগত কয়েকদিনে তা সামাল দিতে রীতিমতো হিমসিম খেতে হয়েছে পুলিশকে। শহরের গুরুত্বপূর্ণ একাধিক পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে।
Read More- ছেলের রক্তাক্ত, পচাগলা দেহ চারদিন আগলে রাখলেন মা! রানাঘাটে রবিনসন স্ট্রিটের ছায়া
প্রসঙ্গত মমতা বন্দ্য়োপাধ্যায় সোমবার জানিয়েছেন, কোনও নেতা নেত্রীর জন্য রাস্তা বন্ধ যেন না করা হয়। এই ধরনের কোনও পরিস্থিতি তৈরি হলে পদক্ষেপ নেওয়ারও আশ্বাস দিয়েছেন তিনি।