পুজোর (Durga Puja 2023) এখনও কোথায় কী? আজ পর্যন্তও সরকারি, বেসরকারি সব অফিস খোলা। তাতেও উত্তেজনায় ভাটা পড়েনি। প্রতিপদ থেকে ভিড় উপচে পড়ছে মণ্ডপে। আর এর মধ্যেই প্রায় সাড়ে সাত লক্ষ মানুষ মেট্রোয় (Kolkata Metro) চেপেছেন। তাও শুধুমাত্র চতুর্থীতে। এমনটাই জানাচ্ছে কলকাতা মেট্রো রেল।
মেট্রো সূত্রে খবর,নিত্যযাত্রী-সহ কলকাতায় ঠাকুর দেখা এবং শপিং করতে আসা যাত্রী মিলিয়ে ১৮ অক্টোবর অর্থাৎ চতুর্থীতে উত্তর-দক্ষিণ মেট্রোয় যাতায়াত করেছেন সাত লক্ষ ৪৯ হাজার ১৬০ জন। আর সব থেকে বেশি সংখ্যক মানুষ যাতায়াত করেছেন দমদম স্টেশন দিয়ে।
আরও পড়ুন - খাস কলকাতায় স্ত্রী'কে খুন, আত্মহত্যা বলে চালানোর চেষ্টা, গ্রেফতার মৃতার স্বামী
চতুর্থীতে দমদমে যাত্রীসংখ্যা ছিল ৭৬ হাজার ৫৮৭ জন। ভিড়ের নিরিখে দ্বিতীয় স্থানে এসপ্ল্যানেড। সেখানে ভিড় করেছিল ৫৩ হাজার ২০ জন মানুষ। এরপরে রয়েছে কালীঘাট এবং রবীন্দ্রসদন মেট্রো স্টেশনে।