পুজোর আর এক মাসও বাকি নেই। শহরে পুজোর মার্কেটিং শুরু হয়ে গিয়েছে। সেপ্টেম্বরের শেষ সপ্তাহে শনি ও রবিবার পুজোর বাজারে ভিড় বাড়তে পারে। সে কথা মাথায় রেখেই আগামী ২৮ সেপ্টেম্বর থেকে বিশেষ বাস পরিষেবা শুরু করার কথা জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী। পরিবহণ দফতর জানিয়েছে, ১৫ অক্টোবর পর্যন্ত শনি, রবিবার ও যে কোনও ছুটির দিন এই পরিষেবা পাওয়া যাবে।
পরিবহণ দফতর সূত্রে খবর, এসপ্লানেড থেকে হাওড়া ও ডানলপ রুটে বাস চালানোর পরিকল্পনা করা হয়েছে। প্রথম ধাপে বিবাদী বাগ, স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া যাবে বাস। দ্বিতীয় ধাপে চিত্তরঞ্জন অ্যাভনিউ, বিবেকানন্দ রোড, হাতিবাগান, শ্যামবাজার হয়ে বিটি রোড হয়ে ডানলপ পর্যন্ত বাস চলবে। ভিড়ের সময় হাওড়া ও ডানলপগামী বাস ৬টি ও তিনটি করে ট্রিপ করবে। দক্ষিণে সর্বাধিক তিনটি রুটে বাস চলবে। গড়িয়াহাট থেকে হাওড়া, বেহালা চৌরাস্তা, বেহালা পর্ণশ্রী। বালিগঞ্জ টার্মিনাস থেকে বাস ছাড়বে।
আরও পড়ুন: তড়িৎ তোপদারের জীবন নিয়ে তথ্যচিত্র! প্রাক্তন সিপিএম নেতার বাড়িতে রাজ চক্রবর্তী
পুজোর ভিড়ের কথা মাথায়া রেখে এই শনিবার, থেকেই উত্তর ও দক্ষিণে মেট্রো পরিষেবা বাড়ানো হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রো এখনই বাড়ানো হচ্ছে না। এবার বাসের পরিষেবাও বাড়ানোর সিদ্ধান্ত পরিবহণ দফতরের।