পুজোর প্রস্তুতি শুরু হতে না হতেই পুজো চলে এল। সোমবার থেকেই উৎসবে সামিল মানুষ। চতুর্থীর দিন দুপুর থেকে ভিড় দেখা যায় উত্তর থেকে দক্ষিণ কলকাতার পুজো মন্ডপগুলিতে। সন্ধে নামতেই কলকাতার রাস্তায় ভিড় দর্শনার্থীদের। বুধবার ষষ্ঠী। বড় বড় পুজোগুলিতে ভিড় কয়েকগুণ বাড়তে পারে। তাই সপ্তাহের শুরুতেই পরিবার-পরিজনের সঙ্গে পছন্দের মন্ডপে পাড়ি দর্শনার্থীদের।
কলকাতার বিখ্যাত পুজো মন্ডপগুলির মধ্যে অন্যতম শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। লেকটাউনের এই পুজোতে গত কয়েকদিন ধরেই দর্শনার্থীরা ভিড় জমাচ্ছেন। চতুর্থীর সন্ধ্যায় একই ছবি দেখা গেল শ্রীভূমি, দমদম পার্ক, ভারতচক্রের মতো একাধিক পুজোয়। এদিকে লেবুতলা পার্কের সন্তোষ মিত্র স্কয়্যারেও একই ছবি। এবার তাঁদের থিম ১১ডি গোলক। আলোর কাজ দেখতে বিকেল থেকেই লম্বা লাইন এই পুজোতেও। সন্ধে নামতেই উত্তর কলকাতার কুমোরটুলি, আহিরীটোলা, চোরবাগান, মহম্মদ আলি পার্কেও ভিড় দেখা যায়।
ভিড়ের নিরিখে চতুর্থীর দিন পিছিয়ে নেই দক্ষিণ কলকাতাও। এখনও সব বেসরকারি অফিসে ছুটি শুরু হয়নি। অফিস করেই প্রতিমা দর্শনে বেরিয়ে পড়েছেন অনেকেই। সুরুচি সঙ্ঘ, নাকতলা উদয়ন, ত্রিধারা, এগডালিয়াতে চতুর্থীর দিন সন্ধে গড়াতেই ভিড় জমান দর্শনার্থীরা। বেহালা, টালিগঞ্জ, ভবানীপুর, কালীঘাটের পুজোগুলিতেও ভিড় দর্শনার্থীদের।