শূন্য থেকে শুরু। আর এই শূন্য চলে অন্তবিহীন পথে। দার্শনিক ধারণা থেকেই এবার টালা প্রত্যয়ের থিম 'বিহীন দ্য ভয়েড'। এবার ৯৯তম বছরে পা রেখেছে টালা প্রত্যয়। উত্তর কলকাতার এই পুজো প্রতি বছরই নতুন নতুন থিম এনে চমক দেয়। এবার তাঁদের বাজেট ১.৫ কোটি টাকা। চোখধাঁধানো শূন্যবাদে আটকে গিয়েছে আট থেকে আশি।
প্যান্ডেলে ঢুকলে মনে হবে আলো-আঁধারি ঘোরে রয়েছে এই দুনিয়া। একটি বিরাট চক্রের মধ্যে এক ত্রিনয়নী নারীর মুখ। যে মূর্তির চোখে মিশে আছে বৌদ্ধিক চেতনা। দুদিকে ছড়িয়ে আছে চুল। মাঝে শক্তির প্রতীক। আর দশ হাতকে দশটি করতল হিসেবে দেখানো হয়েছে। পিছন থেকে নির্গত হচ্ছে ধোঁয়া। এই চক্রের নিচে প্রতীকী হিসেবে আছে অসুর ও লক্ষ্মী, সরস্বতী, কার্তিক গণেশ। মন্ডপে কোথাও আবার মোমবাতির মাধ্যমে অসীম সময়কে বোঝানো হয়েছে। আলোর কাজ, সাউন্ড, সব মিলিয়ে টালা প্রত্যয়ের পুজো এক অন্য জগতে নিয়ে যাবে দর্শনার্থীদের।
এই পুজোর প্রতিমা শিল্পী অধীর পাল। আলোক সজ্জায় সুমন মাইতি। আর থিম উপস্থাপনায় রয়েছেন সুশান্ত পাল। গত বছর টালা প্রত্যয়ের থিম ছিল 'কহন'। লোহার প্রাসাদে আলো-ছায়ার খেলা দেখে মুগ্ধ হয়েছিল কলকাতার দর্শনার্থীরা। এবার ৯৯ বছরে 'বিহীন দ্য ভয়েড' থিম এবার পুজোর অন্যতম আকর্ষণ হতে চলেছে, তা বলাই যায় নিঃসন্দেহে।