ঢাকে কাঠি পড়ে গিয়েছে। উত্তর থেকে দক্ষিণ সব মণ্ডপেই মানুষের ঢল নেমেছে। কোথাও তিল ধারণের জায়গা নেই। একই ছবি দক্ষিণ কলকাতার বিখ্যাত পুজো সুরুচি সংঘতেও। চলতি বছর ৭১ বছরে পদার্পন করেছে মন্ত্রী অরূপ বিশ্বাসের পুজো। মহালয়ার দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পুজোর উদ্বোধন করেছেন।
চলতি বছর সুরুচি সংঘের থিম 'পুরানো সেই দিনের কথা'। রবীন্দ্রনাথের এই বিখ্যাত গানের দুই লাইনেই লুকিয়ে রয়েছে এই পুজোর গোটা থিম। আসলে এই বছর সুরুচি সংঘ স্মৃতির সরণি বেয়ে ফিরে গিয়েছে পুরোনো দিনে। সেই কারণেই এই মণ্ডপেও পুরোনো দিনের বিশেষত্বকে বিভিন্ন ভাবে তুলে ধরা হয়েছে।
মণ্ডপের কোথাও রাখা হয়েছে হলুদ ট্যাক্সি, আবার কোথায় ঘড়ি। কোথাও আবার হাতে টানা রিক্সা। আবার কোথাও রয়েছে পাল তোলা নৌকা। সব মিলিয়ে এই মণ্ডপে শৈল্পিক আঙ্গিকে তুলে ধরা হয়েছে, পুরানো দিনের কথা।
এই বছর সুরুচি সংঘের পুজো ভাবনার পিছনে রয়েছেন শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। তিনিই নিজের শিল্পকে ফুটিয়ে তুলেছেন এই মণ্ডপে। আর থিমের কথা মাথায় রেখে সুরুচি সংঘের থিম সং রচনা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।
মহালয়ার দিন মণ্ডপ উদ্বোধনের পাশাপাশি থিম সংয়েরও উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর রচিত এই গানটিতে সুর করেছেন বিখ্যাত সুরকার ও সঙ্গীত পরিচালক জিৎ গাঙ্গুলি। পাশাপাশি গানটি গেয়েছেন দেশের বিখ্য়াত শিল্পী মহালক্ষ্মী আইয়ার।