মহালয়ার আগের দিনই শারদোৎসবের সূচনা হয়ে গেল বাংলায় । শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজোয় গিয়ে উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । মঙ্গলবার বিকেলে শ্রীভূমির মণ্ডপে পৌঁছন মমতা বন্দ্যোপাধ্যায় । সঙ্গে ছিলেন সুজিত বসু, ব্রাত্য বসু, নচিকেতা চক্রবর্তী । ফিতে কেটে শারদোৎসবের সূচনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় । সেইসঙ্গে ঢাকও বাজান তিনি ।
বিকেল তখন সাড়ে ৪টে-সাড়ে ৪টে । কলকাতার আকাশে মেঘ ঘনাচ্ছে । তখন লেকটাউনে পুজোর আমেজ । ঢাক বাজছে । মানুষের ভিড় । মহালয়ার আগেই যেন শারদীয়ার রং লেগেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে । পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, শ্রীভূমি পুজো মণ্ডপে পৌঁছন মুখ্যমন্ত্রী । মণ্ডপে ঢোকার পথে দু'পাশে তখন বাংলার লোকসংস্কৃতি শোভা পাচ্ছে । কোথাও বাজছে ধামসা-মাদল, কোথাও আবার ঢাক, কোথাও খোল-করতাল । বাদ্যযন্ত্রের তালে আদিবাসী নৃত্য শোভা পেয়েছে । মুখ্যমন্ত্রীকেও দেখা গেল ধামসা বাজাতে । ঢাকও বাজালেন মমতা বন্দ্যোপাধ্যায় । এরপর ফিতে কেটে উদ্বোধন করেন উৎসবের । উৎসবের সূচনায় গান গাইলেন নচিকেতা চক্রবর্তীও ।
মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যবাসীকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানান । তবে, মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, মঙ্গলবার তিনি পুজোর উদ্বোধন করেননি । কারণ দেবীপক্ষ এখনও শুরু হয়নি । উৎসবের সূচনা হল আজ । তিনি জানান, শ্রীভূমির পুজো অনেক বড় পুজো । দূর-দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন । তবে,পুজোর জন্য ট্রাফিক সিস্টেমেন যেন অসুবিধা না হয়, তা তিনি স্পষ্ট করে দিয়েছেন । এদিন, উৎসবের সূচনার পাশাপাশি এদিন দমকলমন্ত্রী সুজিতকে পাশে নিয়ে দমকলকেন্দ্রেরও উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায় ।