আজ ষষ্ঠী। দেবীর বোধন। সকাল থেকেই শরতের আকাশে ভেসে বেড়াচ্ছে মেঘ (Durga Puja 2023 Weather)। পুজোর (Durga Puja 2023) চারদিনও কী এভাবেই কাটবে? কী বলছে হাওয়া অফিস?
সারাদিন রোদ ঝলমলে আকাশ থাকলেও মোটেও খুশির খবর শোনাতে পারছে না আলিপুর আবহাওয়া দফতর। পূর্বাভাস বলছে, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ক্রমেই তা নিম্নচাপে পরিণত হবে। যার জেরে নবমী, দশমীতে এমনকি একাদশীতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজবে দক্ষিণবঙ্গের কলকাতা-সহ দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর।
আরও পড়ুন - চতুর্থীর ভিড়কে টেক্কা দিল পঞ্চমী! একদিনে মেট্রো চড়েছেন প্রায় ৮ লক্ষ যাত্রী
আবহাওয়া দফতর আরও জানিয়েছে, ষষ্ঠীর দিন দার্জিলিং এবং কালিম্পঙে বৃষ্টি হতে পারে। কিন্তু ২১ অক্টোবর থেকে হাওয়া বদলাবে। যার জেরে ষষ্ঠীর পর উত্তরবঙ্গের আর কোনও জেলায় বৃষ্টির সম্ভবনা নেই।