চতুর্থীতে মেট্রোয় (Kolkata Metro Rail) চেপেছিলেন প্রায় সাড়ে সাত লক্ষ যাত্রী। যে পরিসংখ্যানে রীতিমতো চোখ কপালে উঠেগিয়েছিল। যাত্রীসংখ্যার নিরিখে চতুর্থীর ভিড়কেও ছাপিয়ে গেল পঞ্চমী (Panchami)।
কলকাতা মেট্রো রেল সূত্রের খবর, পঞ্চমীর দিন মেট্রো চড়েছেন প্রায় আট লক্ষ যাত্রী। ভিড়ের নিরিখে সব স্টেশনকে ছাপিয়ে গিয়েছে দমদম। শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বৃহস্পতিবার দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ রুটের মেট্রোর মোট যাত্রীসংখ্যা ছিল ৭,৯২,০৬০ জন।
আরও পড়ুন - মহাষষ্ঠী, যান চলাচল স্বাভাবিক রাখতে কোমর বাঁধছে কলকাতা পুলিশ, হাতে সময় নিয়ে বেরোনোই ভাল
যার মধ্যে সবচেয়ে যাত্রী মেট্রোয় উঠেছেন দমদম থেকে। যাত্রীসংখ্যা ছিল ৮০,৩৬২ জন। এরপরেই রয়েছে এসপ্ল্যানেড মেট্রো স্টেশন। যাত্রী সংখ্যা ছিল ৬৩,১৮৯ জন।