পুজো উপলক্ষ্যে ট্রেন সফরে বিশেষ বাঙালি মেনু আনছে IRCTC। পুজোর মধ্যে কলকাতা থেকে যে সব যাত্রীরা রাজধানী, শতাব্দী ও দুরন্ততে যাত্রা করবেন তাঁরা ওই মেনুর স্বাদ নিতে পারবেন। মেনু সাজানো হয়েছে আমিষ, নিরামিষ সহ মিষ্টির একাধিক পদ দিয়ে।
জানা গিয়েছে, পুজো স্পেশাল ওই মেনুতে থাকছে মাছ, মাংসের বিশেষ আইটেম। সঙ্গে থাকবে পোলাও, লুচি, ছোলার ডাল। পাশাপাশি হাওড়া ও শিয়ালদার ফুড প্লাজাতেও এই বাঙালি মেনু রাখা হয়েছে। সেখানে থাকছে লুচি, আলুর দম, ছোলার ডাল, ছানার কোপ্তা, মাছের ঝোল, পাঁঠার মাংস, চিংড়ির মালাইকারি। এছাড়াও মুখমিষ্টি করার জন্য থাকছে রসগোল্লা, কালাকাঁদ, রসমালাই এবং পায়েস।
যাঁরা বাঙালি খাবার খেতে চান না তাঁরা বিরিয়ানির স্বাদও নিতে পারবেন। তবে যাত্রার সময়ে শুধুমাত্র তিনটি ট্রেনেই এই সুবিধা পাওয়া যাবে। মূলত পুজোর সময় যে সব বাঙালি বেড়াতে যান তাঁদের কথা মাথায় রেখেই এই মেনুর ব্যবস্থা করা হয়েছে।