বৃষ্টির আভাস থাকলেও সপ্তমীর দুপুর থেকেই পরিষ্কার আকাশ। সপ্তমীর বিকেলে ঠাকুর দেখতে বেরিয়ে পড়েন সকলে। সেই ভিড়ে শহরের একাধিক রাস্তায় তৈরি হয়েছে যানজট। উত্তর কলকাতায় বন্ধ রয়েছে একাধিক রাস্তা।
কলকাতা পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু বছর পর টালা ব্রিজ খুলতেই আবার পরিচিত জনজোয়ার দেখা গিয়েছে বিটি রোডে। টালা-প্রত্যয়, বাগবাজার সর্বজনীন, কুমোরটুলি, টালা পার্কের মতো বড় পুজো আছে এই পথে। শহরতলি থেকে উত্তর কলকাতায় প্রবেশের একমাত্র পথ এই বিটি রোড। মহাসপ্তমীতে ভিড়ের জেরে প্রায় স্তব্ধ বিটি রোড থেকে শ্যামবাজারে যান চলাচল। অন্যদিকে স্তব্ধ রবীন্দ্র সরণিও।
কলকাতা ট্রাফিক পুলিশ জানিয়েছে স্বাভাবিক রয়েছে মহাত্মা গান্ধী রোডের যান চলাচল। তবে, মুক্তারামবাবুর স্ট্রিটের একদিক বন্ধ থাকায় হাতিবাগান, মানিকতলা, কলেজ স্ট্রিটের দিকে বেশ যানজট রয়েছে।
বড় পুজো কারণে বন্ধ রয়েছে কলেজ স্ট্রিট এবং কাশীবোস লেন। ফলে, যানজট হয়েছে শ্যামবাজার থেকে শিয়ালদহ যাওয়ার রাস্তায়। তবে, শিয়ালদা থেকে ধর্মতলার দিকে কিংবা বেলেঘাটার দিকে রাস্তার যান চলাচল স্বাভাবিক। স্বল্প যানজট রয়েছে রাজাবাজার এলাকায়।
শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে ভিড়ের কারণে ভিআইপি রোডে ধীর গতিতে চলছে যানবাহন। যানজট মুক্ত রয়েছে বিধাননগর এলাকা। তবে সল্টলেক এফডি ব্লক বা সল্টলেকের বাকি মণ্ডপে যাওয়ার রাস্তায় যানজট নেই বললেই চলে। যানজটহীন ই এম বাইপাসও।