সপ্তমী থেকে রাজ্যজুড়ে বৃষ্টির আশঙ্কা আছে। মহাপঞ্চমীর সন্ধে নামতেই পুজো দেখতে শহরে মানুষের ঢল। চতুর্থীতেও একই দৃশ্য দেখা গিয়েছিল। এদিনও উত্তর থেকে দক্ষিণ, সব প্যান্ডেলেই সন্ধে গড়াতে ভিড় চোখে পড়ার মতো।
শ্রীভূমি স্পোর্টিংয়ে এবারের থিম ভ্যাটিকান সিটি। উত্তরের এই পুজোর পাশাপাশি আছে দমদম পার্ক, ভারতচক্র। আছে টালা পার্ক, টালা প্রত্যয় হয়ে বাগবাজার, শোভাবাজার, কুমোরটুলি। উত্তর কলকাতা ও শহরতলির বাসিন্দাদের পঞ্চমীর গন্তব্য এখানেই। আবার দক্ষিণে সুরুচি সঙ্ঘ, চেতলা অগ্রনী, ত্রিধারা, বাদামতলা আষাঢ় সঙ্ঘ, ৬৬ পল্লীতে পঞ্চমী থেকেই ভিড় জমতে শুরু করেছে। ভিড় বাড়ছে এগডালিয়া, বাবুবাগান, সেলিমপুর, টালিগঞ্জের পুজোতেও। চতুর্থী থেকে রাত জেগে ঠাকুর দেখা শুরু করেছে বেহালাবাসীও। পঞ্চমীর সন্ধেতেও ভিড় বাড়তে শুরু করেছে বেহালার সব প্রান্তেই।
আড়াই বছর পর ফের স্বাভাবিক ছন্দে পুজো। কোভিড অতিমারী কাটিয়ে এবছর চতুর্থী থেকেই প্রতিমা দর্শনে বেরিয়েছে রাজ্যবাসী। শহরের পাশাপাশি রাজ্যের অন্য প্রান্তেও ঠাকুর দেখতে বাড়ছে ভিড়।