কড়া নিরাপত্তার মধ্য়ে প্রতিমা নিরঞ্জন চলছে কলকাতা বাবুঘাটে। প্রথা মেনেই দশমীর বেলা থেকে শুরু হয়েছে ভাসানের কাজ। কলকাতা ও হাওড়া মিলিয়ে মোট ৩৫টি ঘাটে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মূলত বুধবার সকাল থেকে বাড়ির প্রতিমাই বেশি নিরঞ্জন হয়েছে। পুলিশ জানিয়েছে, বড় পুজো গুলির ভাসান হবে আট তারিখে। ওই দিন রেড রোর্ডে কার্নিভ্য়াল হবে। সেখান থেকেই অধিকাংশ বড় পুজোর ভাসান হবে।
নবমীর রাতেই কলকাতা পুলিশ জানিয়েছে, এবার ভাসানে ডিজে বাজানো চলবে না। তা ছোট-বড় সব পুজোর ক্ষেত্রেই এই নির্দেশ কার্যকর হবে বলেই জানিয়েছে লালবাজার। এদিন বেলা বারোটার পর থেকে কলকাতা শুরু হয়েছে ভাসানের কাজ। কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে খবর, এদিন থেকেই ভাসানের জন্য কলকাতার বেশ কয়েকটি রাস্তা যান নিয়ন্ত্রণ করা হবে।
কলকাতার পাশাপাশি হাওড়ার ঘাটগুলিতেও চলছে ভাসনের কাজ। প্রতিটি ঘাটে কড়া পাহাড়ায় রয়েছে পুলিশ