শারীরিক অসুস্থতার জের। হাসপাতাল থেকে ছুটি মিললেও এখন সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশ চিকিৎসকদের। ফলে এবার আর পুজো কার্নিভালে অংশ নিতে পারছেন না নৃত্যশিল্পী ডোনা গঙ্গোপাধ্যায়। তবে তাঁর নাচের স্কুল 'দীক্ষামঞ্জরী'-এর ছাত্রছাত্রীরা অংশ নেবে রেড রোডের পুজো কার্নিভালে।
নবমীর রাতে চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়ে এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন ডোনা। তবে চিকিৎসায় দ্রুত সাড়া দেওয়ায় তাঁকে একাদশীর দিনই ছেড়ে দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। কিন্তু শারীরিক দুর্বলতার কথা ভেবেই এবারের পুজো কার্নিভালে অংশ নিচ্ছেন না সৌরভ-পত্নী।
আরও পড়ুন- West Bengal Clash : পুজোর ভাসন ঘিরে ঝামেলা, রাজ্য়ের দুই প্রান্তে দু জনকে খুন করার অভিযোগ
নবান্ন সূত্রে খবর, কার্নিভালে ৫ মিনিটের জন্য মঞ্চে উঠতে বলা হয় ডোনা এবং তাঁর ছাত্রছাত্রীদের। কিন্তু আচমকাই অসুস্থ হয়ে পড়ায় সেই পরিকল্পনায় কিছুটা বদল আসে। ডোনা না অনুষ্ঠানে থাকলেও মঞ্চে উঠবেন দীক্ষামঞ্জরীর শতাধিক ছাত্রছাত্রী। ডোনা নিজেই ছাত্রছাত্রীদের জন্য কোরিওগ্রাফি করেছেন।